সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

মশফিকুর রহমান সৈকত ঃ
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ১০ টায় সিদ্ধিরগঞ্জ বার্মাষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল বিপরীত দিক থেকে আসা কার্গো গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কার্গোটি গাড়িটির চাকা মোটর সাইকেল আরোহীর মাথার উপর দিয়ে চলে যায়। কার্গোটি পালিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে ড্রাইভারকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দিলে এসআই কামরুল এসে কার্গো ড্রাইভার হাবিবকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের নাম শাহরিয়ার বুলবুল (৩৫)। নিহত বুলবুল নারায়নগঞ্জ শহরের খলিলুর রহমানের ছেলে। বুলবুল একটি প্রাইভেট কোম্পানীতে চাকরী করতেন বলে জানা যায়। উক্ত সড়ক দুর্ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
More News Of This Category
Our Like Page