অসহায় দুস্থদের পাশে ইনোসেন্ট ফ্রেন্ডস এসএসসি ০৪-০৬ এর খাবার বিতরন

সম্রাট আকবর : গত শুক্রবার রাজধানীর খিলগাও বনশ্রী ও উত্তরার কয়েকটি এতিমখানার ৫ শতাধীক এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরন করে ইনোসেন্ট ফ্রেন্ডস এসএসসি ২০০৪ এইচএসসি ২০০৬ ব্যাচ এর নেতৃবন্দু। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির এডমিন মোঃ মামুন হোসেন, নাজমুল ইসলাম সহ জসিম, মোস্তফা আল মামুন, সালাউদ্দিন, রাশেদ, ফারহানা, সালমা আক্তার, রাসেল রানা, স্বপন, মঞ্জু, মনির। সংগঠনটির কর্ণধার মামুন ও নাজমুল বলেন, “শেয়ার মিল শেয়ার হ্যাপিনেস”এর অর্থায়নে এতিমদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। তারা আরও বলেন, এটি একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। এর মূল উদ্দেশ্য গ্রুপের বন্ধুদের বিভিন্ন ভাবে সহযোগীতা করা, সমাজের অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়ানো। আমরা এর আগেও অসহায় মানুষের পাশে দাড়িয়েছি এবং ভবিষ্যতে পাশে থাকবো।
More News Of This Category
Our Like Page