August 2, 2025, 7:36 pm
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
বিদায় লগ্নে সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান
204 Time View
Update : Saturday, October 9, 2021

স্টাফ রিপোর্টর : কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গত ১৩ সেপ্টম্বর- ২০সালে যোগদান করেন দাযিত্বশীল বিচক্ষন ও মানবিক অফিসার মোঃ মনিরুজ্জামান।শনিবার শেষ কর্মদিবসে বিদায় লগ্নে সাংবাদিকদের অফুরন্ত ভালোবাসায় এক এক ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান স্বচ্ছতা ,নৈতিকতার দায়িত্ববান ও দায়িত্বকর্তব্য পরায়ন ন্যায়নীতি বান ব্যাক্তিত্ব সম্পন্ন হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ সফল ও সফলতার কর্মকান্ডারী মনিরুজ্জামান ভাইকে। তিনি আজীবন সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত থাকবেন স্পষ্ট ও সত্যবাদিতা কঠোর সাহসিকতা কর্মদক্ষতা ন্যয় সঙ্গত কাজের দৃষ্টান্ত স্থাপনকারী মহান মানবিক অফিসার মনিরুজ্জামান ভাই।চোখের পলকে প্রায় ১বছর ১ মাস শেষ করে কাচঁপুর হাইওয়ে থানার রুপ পরিবর্তন পরিবর্ধন সু-সজ্জিত করণ এক মাইলফলক সফলতার কর্মকান্ড উদাহরণ হিসাবে কাচঁপুর থানার মানুষের কাছে এবং অন্যান্য পুলিশ অফিসারদের মহানুবতার দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদায় লগ্নে অন্যান্য অফিসারদের আবেগ কান্নায় বিদায় মূর্হত এক চিরস্বরণীয় হয়ে স্মৃতির পাতায় চির অমলিন হয়ে থাকবে।তিনি সবসময় হাসি মাখামুখে কথা বলতেন ,আবেগ ভরা ভালোবাসা ছিল সকলের প্রতি। দায়ির্ত্ব কর্তব্য পরায়নতা ছিলেন কঠোর যখন কোন যানজট দেখতে পেতেন তখন তিনি সরেজমিনে গিয়ে উপস্থিত হয়ে যেতেন । কখনও স্বশরীলে আবার কখনও ফোন এর মাধ্যমে তিনি দায়িত্বকর্তব্য থাকা অফিসারকে বলতেন এ সমস্যা আছে তৎক্ষনাথ সমাধান করে ফেলতেন । রাতদিন পরিশ্রম করে মহাসড়কে এক পর্যায়ে যানজট নিরসনে বিরাট ভুমিকা ও মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেন।আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সবসময় তিনি অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম স্যার ও এসপি আলী আহম্মদ খানঁ স্যার এর নির্দেশ মোতাবেক ও আদেশ পালনে যথাযথ সম্মান ও মর্যদায় সম্পূর্নতা রক্ষা করে দায়িত্ব কর্তব্য পালনে অক্ষুন্ন ভুমিকা পালন করতেন।তার কর্মেকান্ডে সাংবাদিক মহল ভালোবাসায় সিক্ত ছিলেন।তিনি সাংবাদিকদের মনের সিংহাসনে চির অমলিন হয়ে থাকবেন। তার কর্মকান্ডে ও সেবায় নীতি ও আর্দশ সততার প্রতীক হিসাবে কাচঁপুর হাইওয়ে থানার মানুষের কাছে চির স্বরনীয় স্মৃতিময় হয়ে থাকবে।

More News Of This Category
Our Like Page