August 4, 2025, 1:33 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
যানজট নিরসনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে টিআই তসলিম অবৈধ পার্কিং করলেই ব্যবস্থা
932 Time View
Update : Saturday, February 29, 2020

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে চিটাগাংরোড পুলিশবক্স এর টিআই (এডমিন) তাসলিম মোল্যা নিজেই যানজট নিরসনের কাজ করে যাচ্ছেন। গতকাল শনিবার দুপুরে চিটাগাংরোডের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানজট নিরসন করতে দেখা গেছে টিআই তাসলিম মোল্যাকে। প্রতিদিন নিজেই নিয়মিত মহাসড়কে যানজট মুক্ত রাখতে কাজ করে যাচ্ছেন। টিআই তাসলিম মোল্যাহ এডমিন হিসেবে নারায়ণগঞ্জে যোগদান করার পর থেকেই মহাসড়কে যানজট তেমন একটা চোঁখে পড়ে না। এই গুরুত্বপূর্ন মহাসড়কটি তাসলিম মোল্যার নেতৃত্বে কয়েকজন সার্জেন্ট ও কয়েকজন ট্রাফিক কন্সটেবল দিয়ে যানজট মুক্ত সড়ক করতে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করে যাচ্ছে বলে জানান পথচারীরা। পথচারী ও যাত্রীরা বলেন, আগের তুলোনায় চিটাগাংরোড এখন যানজট মুক্ত থাকে। একসময় চিটাগাংরোডের যানজটের কারনে যাত্রীরা দিশেহারা হয়ে পড়তো। গ্রামের বাড়ীতে আসা যাওয়ার করার সময় বর্তমান টিআই তাসলিম মোল্যা স্যারকে মহাসড়কে যানজট নিরসনের কাজ করতে দেখি। তাই এখন আর যানজট থাকেনা। যাত্রীদের যানজট মুক্ত মহাসড়ক উপহার দেওয়ার জন্য টিআই তাসলিম মোল্যাসহ সকল ট্রাফিক পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাই। চিটাগাংরোডের ট্রাফিক পুলিশবক্সের টিআই এডমিন তাসলিম মোল্যা বলেন, আমরা সব সময় চাই মহাসড়ক যানজট মুক্ত রাখতে। আমাদের প্রতিটি ট্রাফিক পুলিশ সদস্য সারাদিন যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। যাত্রীদের একটি যানজট মুক্ত সড়ক উপহার দিতে পারলেই আমাদের পরিশ্রম স্বার্থক হবে। যানজট তখনই সৃষ্টি হয় যখন কেউ অবৈধভাবে রাস্তার পাশে গাড়ী পার্কিং করে রাখে। কিন্তু মহাসড়কে কেউ যদি অবৈধভাবে গাড়ী পার্কিং করে তাহলে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।

More News Of This Category
Our Like Page