August 3, 2025, 9:55 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
ঢাকা অফিসার্স ক্লাবের উদ্যোগে শুকনো খাবার বিতরণ
291 Time View
Update : Friday, April 3, 2020

সাইফুল্যাহ মো: খালিদ রাসেল: করোনা আতংক, লকডাউন, সাধারন ছুটি এবং কর্মহীনতা সবকিছু মিলিয়ে অর্থনৈতিক ভাবে এক প্রকার স্থবির হয়ে আছে পুরো বাংলাদেশ। এই পরিস্থিতিতে ভোগান্তির চরমে রয়েছে দরিদ্র মানুষেরা। আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় দূর্ভোগে পড়েছেন এসব নিন্মবিত্ত অসহায় পরিবার গুলো। কিন্তু আশার বানী হলো সমাজের সরকারী-বেসরকারী অনেক প্রতিষ্ঠানসহ বিত্তবানরাও এগিয়ে এসেছেন এদের ত্রাণ সহায়তায়। ঢাকা অফিসার্স ক্লাবও এর ব্যাতিক্রম নয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব (পরিচালক) ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য জসীম উদ্দীন হায়দারের উপস্থিতিতে ঢাকা অফিসার্স ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেকের মাঝে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে অত্যন্ত শৃঙ্খলতার মাধ্যমে চলে এই ত্রাণ বিতরণ। জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-সচিব (পরিচালক) ও ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য জসীম উদ্দীন হায়দার নিজ জেলা নোয়াখালীর সোনাইমুড়িতেও দুস্থদের ত্রাণ সহায়তা দিয়েছেন। জসীম উদ্দীন হায়দার নারায়ণগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর এমন উদ্যোগে নারায়ণগঞ্জে থাকা তাঁর অধীনস্থ সকল কর্মকর্তা-কর্মচারী, নারায়ণগঞ্জের কর্মরত সাংবাদিক এবং সকল শুভাকাঙ্খীদের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

More News Of This Category
Our Like Page