August 3, 2025, 10:58 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
অসহায় মানুষের মাঝে কোরবানির গোশত বিতরন করলেন হাবিবুল্লাহ কাঁচপুরী
401 Time View
Update : Sunday, August 2, 2020

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী ২ হাজার অসহায় গরীব মানুষের মাঝে কোরবানির গোশত বিতরন করেছেন। রবিবার সকাল ১১ থেকে বিকাল ৪ টা পর্যন্ত হীরাঝিল নিজ বাসভবনের সামনে এ বিতরন কার্যক্রম করা হয়। স্বরজমিনে গিয়ে দেখা যায়, ঈদের দিন এবং ঈদের পরের দিন হাবিবুল্লাহ কাঁচপুরী নিজ দায়িত্বে অসহায়দের মাঝে নগদ অর্থ ও কোরবানির গোশত বিতরন করেন। আলহাজ্ব হাবিবুল্লাহ কাঁচপুরী বলেন, কোরবানির অর্থ হচ্ছে ত্যাগ। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানির তাৎপর্য ধরে রাখতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি মানুষের পাশে দাঁড়িয়েছি। এদিকে সালমা বেগম নামের এক বৃদ্ধা বলেন, প্রতি বছরই হাবিবুল্লাহ কাঁচপুরী সাহেবের বাড়ী থেকে রোজা ঈদের সময় নগদ অর্থ ও কোরবানির ঈদের সময় গোশত নিয়ে যাই। তাঁর জন্য আল্লাহর দরবারে দোয়া করি। তাকে যেনো আল্লাহ দীয়ার্ঘু করেন। আরোও কয়েকজন বৃদ্ধা বলেন, কাঁচপুরী স্যারের বাসায় আসলে আমাদের খালি হাতে ফেরান না। ঈদ আসলে অর্থ ও কোরবানির গোশত দেন। উনি অনেক ভালো মনের একজন মানুষ। আল্লাহ যেনো উনার পরিবারকে নেক হায়াত দান করেন।
করোনাকালেও ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ কাঁচপুরী নগদ অর্থ বাড়ী ভাড়া মওকুফ সহ ত্রাণ বিতরন করে ব্যাপক আলোচিত হন।

More News Of This Category
Our Like Page