বাংলাদেশের আম দিয়ে তুরস্কের প্রেসিডেন্টের অভিষেক

দ্বিতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রজব তৈয়ব এরদোগান। সোমবার (০৯ জুলাই) রাতে আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে এরদোগানের অভিষেক অনুষ্ঠান হবে। সেখানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নে থাকবে বাংলাদেশের সুস্বাদু আম।
এরদোগানের অভিষেক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার ভোর ৬টায় ঢাকা ছাড়েন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেেন্টের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশের আম পাঠিয়েছেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, সোমবার সকালে মন্ত্রী মহোদয় তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়েন। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি ১০০ কেজি আম নিয়ে গেছেন দেশটিতে।
More News Of This Category
Our Like Page