August 3, 2025, 4:41 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
বৃষ্টিতে ভিজলেন, ভেজালেন মৌনী রায়
721 Time View
Update : Tuesday, July 10, 2018

বৃষ্টির সাথে বলিউডি ফিল্ম পাড়ার একটা অন্যরকম সম্পর্ক অনেক আগে থেকেই। আশি ও নব্বই দশকের ছবিতে বৃষ্টি এবং তাতে ভিজে নায়ক-নায়িকার নাচ যেন অবধারিত ছিল। সেই বৃষ্টি আজো ছেড়ে যায়নি বলিউডকে। আজো মাঝে মাঝে দেখা মেলে বৃষ্টির। সেই সাথে বৃষ্টিতে ভেজা।

আর বৃষ্টির এই সময়ে তাতে ভিজতে চায় সবাই। আর সেই ছবি নিজের সোশাল মিডিয়া টাইমলাইনেও পোস্ট করতে চান অনেকেই। আর অনেকের মাঝে যদি একজন হন মৌনী রায়, তাহলে?

হ্যাঁ, সম্প্রতি টেলি সিরিয়াল ‘নাগিন’ খ্যাত মৌনী রায়, যিনি অক্ষয় কুমারের বিপরীতে ‘গোল্ড’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন এমনই কিছু বৃষ্টিভেজা ছবি। আর ছবিগুলো প্রকাশের পরই হয়ে গেছে ভাইরাল।নিজে যেমন বৃষ্টিতে ভিজে ভিজে নাচলেন এই নায়িকা, তেমনি লাখো নেটবাসীকেও আনন্দে ভেজালেন তিনি।

অনেকে বলছেন, অবশেষে বলিউডে ব্রেক পেতে যাচ্ছেন মৌনী। কিন্তু এই বৃষ্টিতে নাচের ছবিগুলো যদি তিনি আরো দু-চার বছর আগে পোস্ট করতেন, তবে অনেক আগেই তিনি বলিউডে ডাক পেতেন।
সূত্র : ডিএনএ

More News Of This Category
Our Like Page