August 6, 2025, 5:08 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
চকরিয়ায় নিখোঁজ পাঁচ স্কুলছাত্রের লাশ উদ্ধার
314 Time View
Update : Monday, July 16, 2018

মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার চোখের জলে তাদের শেষ বিদায় জানানো হয়। বেলা ১১টায় মাতামুহুরী ব্রিজের নিচে ঘটনাস্থলের পাশেই চারজনের জানাজা হয়েছে। এ সময় উপজেলার হাজার হাজার শোকার্ত মানুষ জানাজায় অংশ নেন। পরে তাদের মরদেহ নিজ নিজ এলাকার সামাজিক কবরস্থানে দাফন করা হয়। অপর ছাত্র তূর্ণ ভট্টাচার্যের লাশ সত্কারের জন্য নিজ এলাকা চট্টগ্রামের পটিয়ায় নিয়ে যাওয়া হয়।

সরেজমিনে দেখা গেছে, সকাল ১০টা থেকে দলে দলে শোকার্ত মানুষ জানাজায় অংশ নিতে মাতামুহুরীর চরে জড়ো হতে থাকে। সকাল সাড়ে ১০টার দিকে চারটি মরদেহ অ্যাম্বুলেন্সে আনা হয়। এসময় মানুষ মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন। জানাজায় সংসদ সদস্য আলহাজ মো. ইলিয়াছ, উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম, পৌরসভার মেয়র মো. আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইখতিয়ার উদ্দিন মো. আরাফাত প্রমুখ অংশ নেন।

উল্লেখ্য, গত শনিবার ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নেমে চকরিয়া গ্রামার স্কুলের সাঈদ জাওয়াদ অরভি (১৫), দুই ভাই আমিরুল হোসেন এমশাদ (১৫) ও  ৮শ্রেণী পড়ুয়া আফতাব হোসেন মেহরাব (১২), ১০ম শ্রেণী পড়ুয়া তূর্ণ ভট্টাচার্য ও একই শ্রেণীর ফারহান বিন শওকত (১৫) নিখোঁজ হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার হয়। একইদিন রাত সাড়ে ১১টা  ও রাত ১২টায় আরো দুটি মরদেহ উদ্ধার হয়।

More News Of This Category
Our Like Page