August 7, 2025, 12:24 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
ফেনীতে চার ক্লিনিককে জরিমানা
315 Time View
Update : Thursday, July 19, 2018

 

ফেনী জেলা প্রতিনিধি:
ফেনীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ডায়াগনস্টিক সেন্টারের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে শহরের ট্রাংক রোডের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক জহিরুল হক মিলনকে (৩৩) মেয়াদোত্তীর্ণ রি এজেন্ট ব্যবহার করায় ২০,০০০ টাকা, শহীদ শহীদুল্লা কায়সার সড়কের নিউ উপশম হাসপাতালের ব্যবস্থাপক চন্দনশীলকে (৪৪) ২০ শয্যার অনুমতি নিয়ে ৩০ শয্যার হাসপাতাল পরিচালনা করায় ২০,০০০ টাকা, মেডিস্ক্যান হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট পাওয়ায় প্রতিষ্ঠানের পরিচালক আক্তার হোসেন (৪৫) কে ৩০,০০০ টাকা,ও জেড. ইউ. মডেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা টিপুকে একটি রিএজেন্টের মেয়াদ চলে যাওয়ায় ৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক সোহেল রানা বলেন, ফেনীতে স্বাস্থ্য সেবার মান বাড়াতে এমন অভিযান অব্যাহত রাখা হবে।

More News Of This Category
Our Like Page