August 3, 2025, 5:49 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
মক্কায় আরো ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
864 Time View
Update : Friday, July 27, 2018

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা শহরের আল-মোকাররমা এলাকায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। বুধবার বিভিন্ন সময়ে মারা যান এ তিনজন। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত তিনজন হলেন—নওগাঁ সদরের আবদুর রহমান আকন্দ (৫৭), তার পাসপোর্ট নম্বর ওসি ৯১৮৭৮২৫। ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আবদুল হালিম আকন্দ (৭১), পাসপোর্ট নম্বর বি আর ০৫০৯০৫৩। জামালপুর সদরের মোহাম্মদ আবুল কালাম আজাদ (৬০), তার পাসপোর্ট নম্বর বিটি ০২৯৯৪৬৬।

মক্কায় হজ করতে গিয়ে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। গতকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৫৩ হাজার ৮৭০ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন।

More News Of This Category
Our Like Page