August 3, 2025, 5:33 pm
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
ওসির হস্তক্ষেপে অবরোধ মুক্ত সড়ক যাত্রীদের স্বস্তি
533 Time View
Update : Wednesday, March 20, 2019

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সড়ক দূর্ঘটনা যেন এখন নিত্যদিনের খবরে পরিনত হয়েছে। কিছুতেই থামছেনা সড়ক দূর্ঘটনা। গত দুইদিন আগে ঢাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির অনার্সের এক ছাত্র সড়ক দূর্ঘনায় নিহত হন। এরই সূত্র ধরে গতকাল বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চিটাগাংরোডে আাদমজী এম ডাব্লিউ কলেজের ছাত্র-ছাত্রীরা সড়কটি অবরোধ করে রাখেন। প্রায় দুই ঘন্টা সড়কটি অবরোধ থাকায় মহাসড়কে র্দীঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। এসময় ছাত্র-ছাত্রীরা নিরাপদ সড়কের দাবীতে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। পরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজ এবং ওসি (তদন্ত) নজরুল ইসলামের প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীরা মহাসড়ক থেকে সরে আসেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর শাহীন পারভেজ বলেন, ছাত্র-ছাত্রীরা মহাসড়কে অবস্থান নিয়েছিলো। পরে আমরা এসে তাদেরকে বুঝানোর মাধ্যমে সড়ক থেকে সরিয়ে দেই এবং কোন ধরনের অবৈধ পরিবহন যাতে মহাসড়কে চলাচল করতে না পারে সেই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করছি। ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন, চিটাগাংরোড মহাসড়কটি ছাত্র-ছাত্রীরা অবরোধ করে রেখেছে এমন খবর পেয়ে শত ব্যস্ততা উপেক্ষা করে তাৎক্ষনিক ভাবে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। পরে ছাত্র-ছাত্রীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে আনি। নজরুল ইসলাম আরও বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কটি একটি গুরুত্বপূর্ন সড়ক। যে কোন জেলায় যাওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করা হয়। এই সড়কে যেন কোন ধরনের যানচলাচলের বাধা বিপত্তি না হয় সেই দিকে আমরা তৎপর আছি। আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি অপারেশন জসিম উদ্দিন, এসআই রফিকুল ইসলাম, সার্জেন্ট জাহিদ।

More News Of This Category
Our Like Page