August 3, 2025, 6:03 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
সিদ্ধিরগঞ্জে স্বর্ণের দোকানে রহস্যজনক চুরি
319 Time View
Update : Friday, October 11, 2019

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের মিজমিজি পৃর্ব পাইনাদী সিআই খোলা এলাকায় একটি স্বর্ণের দোকানে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে শিল্পী জুয়েলার্স নামক দোকানে চুরির ঘটনা ঘটে। জুয়েলার্সের মালিক ছাব্বির হোসেন ছবির থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইব্রাহীম পাটোয়ারী আসেন। তবে চুরির ঘটনাটি ব্যাপক সন্দেহজনক বলে জানান থানা পুলিশ। মালিকপক্ষ দাবি করেন জুয়েলার্স দোকান থেকে ৩০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। তালা ভাংচুর ছাড়াই কিভাবে দোকানের চুরি হলো তা নিয়ে এলাকায় চলছে নানা ধরনের গুঞ্জন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কামরুল ফারুক ও ওসি তদন্ত আজিজুর ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, চুরির ঘটনাটি সন্দেহ জনক। শিল্পী জুয়েলার্সের দোকানের বাহিরে থেকে তালা লাগানো ছিলো তাহলে কিভাবে দোকানে চুরি হলো?। তিনি আরও বলেন, চলতি মাসের ৪ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত এই জুয়েলার্সে মাত্র আধা ভরি স্বর্ণ বিক্রি হয়েছে। পুলিশ মালিক পক্ষের কাছে ৩০ ভরি স্বর্ণের ক্রয়কৃত কাগজ পত্র চাইলে তা দেখাতে পারেনি মালিক ছাব্বির হোসেন ছবির। উক্ত বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য মালিক ও তার ছেলেকে থানায় নেওয়া হয়েছে।

More News Of This Category
Our Like Page