August 3, 2025, 3:53 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
সাংবাদিক রোজিনাকে হেনস্থা, সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের তীব্র নিন্দা
222 Time View
Update : Wednesday, May 19, 2021

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে অসদাচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ সাংবাদিক ক্লাবের সকল সদস্যরা। তাছাড়া একজন প্রতিষ্ঠিত সংবাদকর্মীকে অযৌক্তিক মামলা দিয়ে হয়রানি এবং নিঃশর্ত মুক্তি দাবি জানিয়ে কঠোর হুশিয়ারী দিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি সাইফুল্যাহ মোঃ খালিদ রাসেল ও সাধারণ সম্পাদক আমির হোসেন গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জানায়, একজন সাংবাদিকের মৌলিক অধিকার তথ্য সংগ্রহ করা। আর সেই অধিকার আদায় করতে গিয়ে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
পাশাপাশি তাদের দেয়া কর্মসূচি সফল করতে আমরা বিচ্ছিন্নভাবে অংশগ্রহন করার উদ্যোগ নিয়েছি। এছাড়াও দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবী ও রোজিনা ইসলামকে মুক্তির দাবি জানাচ্ছি। তা না হলে সিদ্ধিধরগঞ্জ সাংবাদিক ক্লাবের সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন সহ কঠোর পদক্ষেপ নিতে রাজপথে আন্দোলনের পথ বেছে নিবে।

More News Of This Category
Our Like Page