August 3, 2025, 3:51 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
সিদ্ধিরগঞ্জের অপরাধীদের দশহাত মাটির নিচ থেকেও ধরা হবে : ওসি মশিউর
190 Time View
Update : Saturday, March 20, 2021

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ জেলা অপরাধীদের আস্তানা। তার মধ্যে অন্যতম হলো সিদ্ধিরগঞ্জ থানা এলাকা। এ থানায় অপরাধীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ নানা ধরনের অপরাধ হচ্ছে সিদ্ধিরগঞ্জ জুড়ে। তবে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমানের কঠোরতায় অপরাধ মূলক কর্মকান্ড অনেক কমে এসেছে। মাদক, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধীদের ধরতে ব্যাপক অভিযান করছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। ছাড় দেওয়া হচ্ছে না কোনো অপরাধীদের। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে অপরাধ নির্মূল করতে প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজের সময় মানুষকে সচেতন করার জন্য আলোচনা করে যাচ্ছি। অপরাধ দমনে অপরাধীদের মাটির নিচ থেকেও ধরে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আমি যতদিন সিদ্ধিরগঞ্জ থানায় আছি ততদিন কোনো অপরাধীর ঠাঁই সিদ্ধিরগঞ্জের মাটিতে হবেনা। আমার থানা পুলিশ মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং গ্রুপকে ধরতে অভিযান চালাচ্ছে। সিদ্ধিরগঞ্জের অপরাধীদের খুব দ্রুত আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবেনা।
এদিকে সিদ্ধিরগঞ্জবাসী বলেন, আগে পাড়া-মহল্লার অলিতে গলিতে মাদক ও কিশোর গ্যাংয়ের উৎপাত ছিলো। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কঠোরতায় এখন সকল অপরাধীদের আনাগোনা অনেক কমে গেছে। ওসি মশিউর রহমান সিদ্ধিরগঞ্জ থানায় যোগদান করার পর থেকেই থানা এলাকায় আইনশৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। অপরাধীদের ধরে কঠোর শাস্তির মুখোমুখি করার দাবী জানাই প্রশাসনের কাছে এবং অপরাধীদের লাগাম টেনে ধরায় ধন্যবাদ জানাই ওসি মশিউর রহমানকে।

More News Of This Category
Our Like Page