August 3, 2025, 4:42 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
“রাজকুমারী” গানে আলোচনায় পলি শারমিন
1061 Time View
Update : Thursday, February 6, 2020

মোহাম্মাদ রাসেল : বাংলা গানের ভূবনে বহুল পরিচিত মুখ পলি শারমিন। শুধু মাত্র পরিচিতি নয়, নিজের প্রতিভায় খ্যাতি, সম্মান সহ গান ভক্ত মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয়েছেন পলি শারমিন। তাই আবারো তিনি তার গান পাগলদের জন্য নিয়ে আসলেন নতুন সংযোজন। সুদীপ কুমার দীপের লেখায় “রাজকুমারী” শিরোনামের এই গানটি সুর করেছেন শওকত আলী ইমন। পলি শারমিনের গাওয়া রাজকুমারী গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে সম্পূর্ন রাজকীয় ভাবে। বিকাশ সাহার ক্যামরা এবং এস এম তুষার এর এডিটিংএ গানটির ভিডিও ডিরেক্টর ও কোরিও গ্রাফার ছিলেন এস এম তুষার। জনপ্রিয় চলচ্চিত্র তারকা আমিন খানের অভিনয়ে গানটিতে নতুন মাত্রা যোগ হয়েছে। ভিডিওটির মূখ্য ভূমিকা অর্থাৎ রাজকুমারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। পলি শারমিনের গায়কি এবং গুণি শিল্পীদের প্রচেষ্টায় রাজকুমারী এক অনবদ্য সৃষ্টি। তার গাওয়া গানকে নিয়ে পলি শারমিন তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, মূলধারা থেকে ভিন্ন ধর্মী এই গানটি দর্শকদের ভালো লাগার কথা বিবেচনা করে তৈরি করা। অশ্লীলতা মুক্ত এই গানটি সকলের মনে জায়গা করে নিবে বলে তিনি মনে করেন। গান নিয়ে তার আগামী দিনের পথচলার জন্য তিনি সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন

More News Of This Category
Our Like Page