August 3, 2025, 4:58 am
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন রুনা লায়লা
535 Time View
Update : Friday, July 27, 2018

এক পুরস্কারের রেশ কাটতে না কাটতে আবার সংগীতে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। এবার তিনি পাচ্ছেন নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’।

আগামী ৩০ জুলাই সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে রুনা লায়লার হাতে দুই ভরি সোনার পদক তুলে দেবেন উপাচার্য মো. আখতারুজ্জামান। সঙ্গে পাবেন এক লাখ টাকাও।

এ পদকপ্রাপ্তির খবরে উচ্ছ্বসিত রুনা লায়লা বলেন, ‘ফিরোজা বেগমের মতো বরেণ্য সংগীতব্যক্তিত্বের স্মৃতিজড়িত পদকের জন্য আমাকে মনোনীত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ফিরোজা বেগমের সঙ্গে ব্যক্তিগতভাবে তেমন যোগাযোগ ছিল না। তবে আমাদের পরিচয় ছিল। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে, শুভেচ্ছাবিনিময় হয়েছে। তার অনেক গান শুনেছি।’

উল্লেখ্য, গত ২০ জুলাই সংগীতে বিশেষ অবদান রাখায় সাঁকো টেলিফিল্মের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানেও রুনা লায়লাকে পদক দেওয়া হয়। ওই অনুষ্ঠানে আরো পদক পান অভিনেত্রী সুচন্দা, নৃত্য পরিচালক জিনাত বরকত উল্লাহ ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

More News Of This Category
Our Like Page