August 5, 2025, 5:33 pm
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
চিটাগাংরোডে পচাঁ-বাসি খাবার রাখার দায়ে হোটেলকে নাসিকের জরিমানা
514 Time View
Update : Sunday, September 23, 2018

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড মিনার মসজিদ সংলগ্ন কয়েকটি খাবারের হোটেলে পচাঁ-বাসি খাবার রাখার দায়ে জরিমানা করেছেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন। রবিবার সকাল ১১ টার দিকে চিটাগাংরোড এলাকায় ফুড ইন্সপেক্টর সাহিদা আক্তার এর নেতৃত্বে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের লোকজন নিয়ে এ অভিযান করা হয়। এসময় পচাঁ-বাসি খাবার রাখার দায়ে আল্লাহর দান বিরিয়ানী হাউজকে ৪ হাজার টাকা, দি ওয়ান স্টারকে ২৫০০ টাকা, ১ নং আদি ভান্ডারী হোটেলকে ৫ হাজার টাকা আরো অন্যান হোটেলকে জরিমানা করেন। ফুড ইন্সপেক্টর সাহিদা আক্তার বলেন, যে কয়টি হোটেলকে জরিমানা করা হয়েছে প্রত্যেকে হোটেলের পরিবেশ খুব ভয়াবহ। পচাঁ-বাসি খাবার বিক্রি করে সাধারন মানুষকে মৃত্যুর মূখে ফেলে দিচ্ছে এসব অসৎ ব্যবসায়ীরা। তাই খাদ্য আইন অনুযায়ী তাদের অর্থদন্ড করা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে এক গরু ও মুরগী ব্যবসায়ী বলেন, দি ওয়ান স্টার হোটেল এবং ১ নং আদি ভান্ডারী হোটেলের মালিকপক্ষ পানির দামে মরা গরুর গোশত ও মরা মুরগী এনে তা হোটেলে রান্না করে বিক্রি করে। এসব খাবার খেয়ে অনেক মানুষ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে এবং তাদের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। সিটি কর্পোরেশনের অভিযানের সময় কয়েকজন দোকান মালিক পালিয়ে যায়। নাম প্রকাশ না করা শর্তে আরেক ব্যক্তি বলেন, দি ওয়ান স্টার হোটেল এবং ১ নং আদি ভান্ডারী হোটেলে প্রতিদিন রাত ১০ টার পর বিভিন্ন এলাকা থেকে অপরিচিত লোক এসে হোটেলে বসে ডাকাত, ছিনতাইকারীরা বিভিন্ন পরিকল্পনা করে। এই হোটেলের মালিকদের সাথে তাদের রয়েছে গভীর সম্পর্ক। এই দুই হোটেলের কেবিনে বসে বিভিন্ন পতিতারা অসামাজিক কার্যকালাপ করছে। দৈনিক ৫ হাজার টাকা ভাড়া দিয়ে এসব হোটেল চালাচ্ছে লাল মিয়াসহ আরো কয়েকজন। তাই সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে উক্ত হোটেল দুইটি রাত ১০ পর বন্ধ রাখার জন্য দাবী জানান এলাকাবাসী। এবং দুই হোটেলের মালিকদের ধরে জিজ্ঞাসাবাদ করলে অনেক গোপন তথ্য বের হবে বলে মনে করেন সচেতন মহল।

More News Of This Category
Our Like Page