August 3, 2025, 4:37 pm
ব্রেকিং নিউজ :
সর্বশেষ :
Wellcome to our website...
সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
417 Time View
Update : Wednesday, November 14, 2018

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি। জব্দ করা হয়েছে তার, মিটারসহ অবৈধ সংযোগ চালানোর সামগ্রী। বুধবার সকালে এনওসিএস সিদ্ধিরগঞ্জ দপ্তর কতৃর্ক অভিযান চালিয়ে মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মোঃ সুমির উদ্দিন, মিটার নং- ৫০৮৭৮, সিদ্ধিরগঞ্জ এলাকার বাসিন্দা বাহার উদ্দিন আহমেদ, মিটার নং-১০২৭৯৩ এবং মোসা সুফিয়া বেগম, মিটার নং-০০৫৪২৮২ তারা চোরাই ভাবে বিদ্যুৎ ব্যবহার করার কালে হাতে নাতে ধরা হয় এবং ব্যবহারিত মালামাল জব্দ করা হয়। সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহার করার কারনে অনেকই জরিমানা করা হয়েছে। আমি ডিপিডিসিতে যোগদান করার পর জুলাই ২০১৮ইং মাসে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ২২ টি প্রতিষ্ঠানকে ১৭ লক্ষ ৮৫ হাজার ১৮৪ টাকা জরিমানা করা হয়। তার মধ্যে আদায় করা হয় ১২ লক্ষ ৮৩ হাজার ৪৩২ টাকা। সেপ্টেম্বর মাসে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ৪৭ প্রতিষ্ঠানকে ৩২ লক্ষ ৩৩ হাজার ৯৫৪ টাকা জরিমান করা হয়। আদায় করা হয় ২৮ লক্ষ ২৫ হাজার ৩২৫ টাকা এবং আগষ্ট মাসে অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যবহারকারী ৪৩ প্রতিষ্ঠানকে ৩০ লক্ষ ৮৫ হাজার ৩৭ টাকা জরিমানা করা হয়। আদায় করা হয় ২৫ লক্ষ ২০ হাজার ৩৫০ টাকা। বাকি বকেয়ার টাকা আদায়ের চেষ্টা চলছে। এতে করে সরকার কোটি টাকার রাজস্ব পেয়েছেন। তিনি আরো বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। সিদ্ধিরগঞ্জ এলাকার বেশিরভাগ অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের সনাক্ত করা হয়েছে। আরো অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীদের ধরতে মাঠ পর্যায়ে আমাদের সোর্স কাজ করছে। যদি সামনে কোন ধরনের অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীকে হাতে নাতে ধরা হয় তাহলে তাদের বিরুদ্ধে আরো কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে।

More News Of This Category
Our Like Page