ক্যাটরিনাকে ‘বেবি’ ডাকলেন সালমান

ভাঙা প্রেম হয়তো আবার জোড়া লাগছে। বলিউড অভিনেতা সালমান খান ও ক্যাটরিনা কাইফ এখন পুরনো তিক্ততা ভুলে নতুন করে ভাবছেন। রণবীরের সঙ্গে নায়িকার ব্রেকআপের পর থেকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে সল্লু মিঞা আর ক্যাটকে। তারা যে আবার কাছাকাছি আসছেন, তা বেশ বোঝা যাচ্ছে। কাজের সূত্রে তাদের ফের একসঙ্গে সময় যাপন। রণবীরের সঙ্গে ক্যাটরিনার ব্রেকআপের পর সালমানের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেন এই অভিনেত্রী। কিন্তু দিন দিন সম্পর্ক শুধু পেশা জগতে আটকে নেই। আবহাওয়া বলছে, সম্পর্ক পেশা ছাড়িয়ে অনেক দূর এগিয়েছে।তাহলে কি পুরনো প্রেম ফের উথলে উঠল? উভয়ের কাজকর্ম কিন্তু সেদিকেই নির্দেশ করছে। দাবাং ট্যুরে ক্যাটরিনার উপস্থিতি ও সালমানের সান্নিধ্য আগুন আরও উসকে দিয়েছে। সম্প্রতি ক্যাটরিনা কাইফকে ‘বেবি’ বলে সম্বোধন করেছেন সালমান। আর এমন সম্বোধনে রেগে যাওয়া তো দূরের কথা, ক্যাট রীতিমতো উচ্ছ্বসিত। তিনি তো তার প্রাক্তনীর ডাকে সাড়াও দিয়েছেন। সেই ভিডিও এখন সোশাল সাইটে ঘুরে বেড়াচ্ছে।
একজন সালমান খানকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি ১২ বছর আগের সল্লুকে মনে করতে পারছেন? সালমানের উত্তর দেয়ার আগে ঝাঁপিয়ে পড়ে ক্যাটরিনা বলেন, ‘তার স্মৃতিশক্তি খুব দুর্বল। তিনি তার জন্মদিনও মনে রাখতে পারেন না।’ আর এই পরিস্থিতিতেই আসরে নেমে পড়েন সালমান। বলেন, তিনি তার ‘বেবি’-র জন্মদিন মনে রেখেছেন। দিনটি ১৬ জুলাই। তবে এই কথার পর সালমান বুঝতে পারেন তিনি কী করেছেন। তাই পরিস্থিতি সামলাতে উদ্যত হন তিনি। অন্য একজনের দিকে আঙুল দেখিয়ে বলেন, ‘এই বেবি (ক্যাটরিনা) নয়, ওই বেবি।’ কিন্তু শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়?
More News Of This Category
Our Like Page