গাইবান্ধায় বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার

গাইবান্ধায় অবৈধ পথে আসা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-১৩।
শনিবার দিবাগত রাতে র্যাব-১৩ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার নুনতলা কবিরাজ পাড়া এলাকা থেকে আট লাখ পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার করে।
পাচারকারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিবহনের কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের মোটরসাইকেলও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের মধ্যে কফিমল ও পেরোকটিন নামে দুই ধরনের ট্যাবলেট রয়েছে। এর আনুমানিক মুল্য ৩ লাখ ২০ হাজার টাকা।
More News Of This Category
Our Like Page